Sylhet Today 24 PRINT

আত্মবিশ্বাসের অভাবেই বেশি ফেসবুক ব্যবহার

ওয়েব ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী দিনের নানা কাজের জন্য ফেসবুকের ওপরই নির্ভর করেন।

যারা যতবেশি ফেসবুক ব্যবহার করেন তারা ততবেশি ফেসবুকের ওপর নির্ভরশীল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক সমীক্ষায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর জি-নিউজ

যুক্তরাষ্ট্রের অ্যাক্রন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ১৮ থেকে ৬৮ বছর বয়সী ৩০১ জন ব্যবহারকারীর ওপর সমীক্ষাটি চালান। তারা বেশিরভাগই ফেসবুক ব্যবহার করেন ডেট করার জন্য, খবর জানতে, খেলতে এবং নতুন ছবি দেওয়ার পর সেই ব্যাপারে বন্ধুদের মতামত জানতে। গবেষকদের মতে, যারা এই সমস্ত কারণে ফেসবুক ব্যবহার করেন তারা ফেসবুকের ওপর খুব বেশি নির্ভর করেন।

একজন গবেষকের মতে, 'যাদের আত্মবিশ্বাস কম তারাই বেশি ফেসবুক ব্যবহার করেন। কোন পোশাকে নিজেকে কেমন লাগে তা তারা বন্ধুদের কথার ওপরে নির্ভর করে বুঝে নেন। কোনও বন্ধু যখন ভালো কমেন্ট করে তখন তাদের বিশ্বাস বেড়ে যায়। আর যখন খারাপ মন্তব্য করে তখন তাদের বিশ্বাস কমতে শুরু করে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.