Sylhet Today 24 PRINT

হুট করে বদলে গেল টুইটারের লোগো

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৩

মাইক্রোব্লগিং সাইট টুইটারের লোগো বদলে গেছে। সোমবার থেকে দেখা যাচ্ছে, নীল রঙের পাখির স্থানে বাদামি রঙের একটি কুকুর।

টুইটার প্রধান ইলন মাস্ক নিজেও নতুন লোগোর ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেন মাস্ক, যেখানে এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। তবে ওয়েবসাইটে দেখা গেলেও মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে না কুকুরের লোগোটি।

যদিও নতুন লোগোর এই কুকুরটিও বেশ জনপ্রিয়। ‘ডগিকয়েন’ নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসেবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। ফলে অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো।

এদিন মাস্ক টুইটারে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশ। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’

এদিকে হঠাৎ করে নীল পাখির স্থানে বাদামি রঙের কুকুরের ছবি আসলেও এনিয়ে কোন ব্যাখ্যা দেয়নি টুইটার কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.