Sylhet Today 24 PRINT

টিকটকে আইডি খুলেছে আওয়ামী লীগ

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২ জুন) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

টিকটক ভিডিও কনটেন্ট প্রচারের একটি জনপ্রিয় মাধ্যম।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’

ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক (https://www.tiktok.com/@albdofficial) যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণা কাজের সঙ্গে যুক্ত সূত্রে জানা গেছে, দলের কার্যক্রম ও উন্নয়ন তুলে ধরার লক্ষে সমাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোর মতো টিকটক এ অ্যাকাউন্ট খোলা হয়েছে।

অ্যাকাউন্টে দেখা গেছে, এরইমধ্যে পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। চারটি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এবং একটি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.