সিলেটটুডে ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৩
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের ওয়েবসাইটে কোনো নিউজ দেখা যাচ্ছে না।
কী কারণে ওয়েবসাইটটি বন্ধ সে তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি বিডিনিউজ কর্তৃপক্ষ। তবে শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, 'আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে (bdnews24.com) পাঠকদের নিয়মিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।'
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিডিনিউজের ওয়েবসাইট কোনো নিউজ দেখা যাচ্ছে না।