Sylhet Today 24 PRINT

ফিরেছে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০২৪

মেটার সার্ভারে ত্রুটির কারণে হঠাৎ করেই নিষ্ক্রিয় হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর এসব সামাজিক মাধ্যম সচল হয়।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এসব মাধ্যম সচল হতে দেখেন ব্যবহারকারীরা।

এসময় মেটা প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখলেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

এরআগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

এসময় হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না। নিজের আইডি হ্যাকারের কবলে পড়ল কি না, তা নিয়ে উদ্বেগে ছিলেন ব্যবহারকারীরা।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.