Sylhet Today 24 PRINT

আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবে স্কাইপ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে (ডিফল্ট) লুকিয়ে রাখবে স্কাইপ।

দ্য ভার্জ জানিয়েছে, অনলাইন ভিডিও যোগাযোগ ব্যবস্থাটির ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অনেক ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস চুরি করে থাকে। পরে এসব অ্যাড্রেস কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক নানা ধরনের হয়রানি ও প্রতারণা চালানো হয়। বিষয়টি সমাধানে কিছুদিন আগে স্কাইপে ইচ্ছামতো আইপি অ্যাড্রেস লুকানোর সুযোগ চালু করে মাইক্রোসফট।

তবে অনেকেই এটির ব্যবহার জানত না। তাই এখন থেকে সব ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই সুবিধা চালু হওয়ায় আইপি অ্যাড্রেস চুরি করে পরিচালিত ডিডিওএস (এক ধরনের সাইবার হামলা) থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.