Sylhet Today 24 PRINT

রাতে ব্রডব্যান্ড, আর রোববারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০২৪

প্রতীকী ছবি

রাতের মধ্যেই বাসা-বাড়িসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই সঙ্গে সোম-রোববারের মধ্যে মোবাইল ডাটা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, আজ (বুধবার) রাত থেকে সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চারু করা হবে। কালকে (বৃহস্পতিবার) সারাদিন পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে পুরোদমে চালুর। ইন্টারনেট যাতে নিরবচ্ছিন্নভাবে চালু করা যায় আমরা সেভাবেই কাজ করব।

বুধবার (২৪ জুলাই) আগারগাঁও-এর বিটিআরসি ভবনে পরীক্ষামূলক ইন্টারনেট চালু সংক্রান্ত এক প্রেস বিফ্রিং-এ তিনি এসব কথা বলেন।

পলক বলেন, দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় আমরা দ্রুত সম্ভব ইন্টারনেট ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করছিলাম। আজ রাত থেকে বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে।

এরআগে, ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকও জানিয়েছিলেন, রাতের মধ্যেই বাসা-বাড়িতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপিত হতে পারে।

এদিকে পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আবার ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.