Sylhet Today 24 PRINT

ইউটিউবে ভিডিও দিয়ে অঢেল অর্থ যশের মালিক লিলি সিং

ওয়েব ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৬

লিলি সিং এখন ইউটিউবে সবচাইতে বড় তারকাদের একজন আর মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেন নি লিলি সিং।

তার যাত্রার শুরুটা ছিলো ২০১০ সালে।

ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোষ্ট করতেন। কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন।

নিজের নাম দিয়েছিলেন সুপার উওম্যান। এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো।

আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিলো বেশ কড়া।

শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও।

লিলি সিং

গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো। বেশ ভাল হিটও পাচ্ছিলেন।

কিন্তু হাসির ভিডিও দেখতে ভালবাসেন অনেকে।

ফেইসবুকে পোষ্ট করা এরকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না। আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন।

নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাতকার এগুলোও করা শুরু করলেন।

এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেয়া শুরু করলেন আয়োজকরা।

ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে। যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস।

ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং।

সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন সহ শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো। খবর বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.