Sylhet Today 24 PRINT

মেয়েদের নিরাপত্তা দিতে এন্ড্রয়েড অ্যাপ!

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৫

নারী নির্যাতনের ঘটনা যখন বাড়ছে, ঠিক তখনই নারী সুরক্ষার কথা মাথায় রেখে নয়া অ্যাপ আনল ইউএসটি গ্লোবাল৷ ভারতের কেরালার এই বিখ্যাত আইটি কোম্পানি বিশ্ব নারী দিবসেই (৮ মার্চ) তারা এই অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসছে৷ তাদের নয়া এই অ্যাপটির নাম আই-সেফ৷
প্রথমে এই অ্যাপটি কেরালার তিরুবন্তপুরম শহরের জন্য আনা হলেও খুব তাড়াতাড়ি কেরলের অন্যান্য শহরের জন্য এই অ্যাপটি আনা হবে বলে জানানো হয়েছে৷ শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্ট-ফোন ব্যবহারকারীরা আপাতত এই অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন৷ তবে নির্মাতা সংস্থার তরফে জানানো হয়েছে, খুব তাড়িতাড়ি উইন্ডোজ স্মার্টফোনের জন্যও এই অ্যাপটি আনা হবে৷এই অ্যাপের সাহায্যে মেয়েরা কোন অপ্রতিকর ঘটনা ঘটলে এক ক্লিকেই পুলিশের প্রধান কার্যালয়ে বার্তা পাঠাতে পারবেন৷পাশাপাশি পুলিশও অ্যাপের সাহায্যে কোন জায়গা থেকে বার্তাটি পাঠানো হয়েছে তা জানতে পারবেন বলে জানানো হয়েছে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.