Sylhet Today 24 PRINT

ফেসবুক পেজের লাইক সংখ্যা কমে যাবে

বন্ধ হচ্ছে নিষ্ক্রিয় একাউন্ট

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৫

রাতে ঘুম থেকে উঠে দেখা যেতে পারে কোন সংস্থা ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা আচমকা কমে গিয়েছে৷ এক বা দু’লক্ষ লাইক রাতারাতি কমে যেতে পারে৷ কতটা কমবে তার কোনও ঠিক-ঠিকানা নেই৷ বহু নামি-দামি সংস্থা, প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেসবুকের লাইক কিনে এখন বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন৷ আর এই শঙ্কার কথা জানিয়েছে খোদ সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক কর্তৃপক্ষ৷ গত কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারের প্রোফাইলে নজরদারি চালিয়েছে৷ তাতে তারা প্রচুর নিষ্ক্রিয় ইউজারের সন্ধান পেয়েছে৷ তার মধ্যে রয়েছে কেউ হয়তো মারা গিয়েছে, কেউবা প্রোফাইল খোলার পর দীর্ঘদিন ধরে তা ব্যবহার করেনি৷ এমনই নিষ্ক্রিয় ইউজার বা ব্যবহারকারীর একটা দীর্ঘ তালিকা তৈরি করেছে মার্ক জুকারবার্কের ফেসবুকের ইঞ্জিনিয়াররা৷ ফেসবুক কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা এবার সেই নিষ্ক্রিয় ইউজারদের ফেসবুক থেকে মুছে ফেলতে চলেছে৷
এই সমস্ত ইউজার কোনও ফ্যান পেজ লাইক করে থাকলে, সেই লাইকও মুছে যাবে৷ স্বাভাবিকভাবেই কমে যাবে অনেক ফ্যান পেজের লাইকের সংখ্যা৷ আর এই সর্তকবার্তা দিয়েছে খোদ ফেসবুক কর্তৃপক্ষই৷
এই মাসের ১২ তারিখের মধ্যেই এই ইউজারদের নাম ফেসবুক থেকে মুছে ফেলা হবে৷ তারা পেজ অ্যাডমিনদের কাছে এক বার্তা পাঠিয়েছে জানিয়েছে, We’ve recently updated the way we measure how many people like your Page. Pages may see a decrease in likes after March 12, when we removed likes from inactive Facebook accounts.

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.