Sylhet Today 24 PRINT

সবচেয়ে জনপ্রিয় হোয়্যাটসঅ্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৬

জনপ্রিয়তায় ব্ল্যাকবেরি মেসেঞ্জারকে টপকে গিয়েছিল অনেক আগেই। এবার বিশ্বের জনপ্রিয়তম মেসেঞ্জার-‌এর তকমা পেয়ে গেল হোয়্যাটসঅ্যাপ।

নিউ ইয়র্কের ডিজিটাল মার্কেটিং সংস্থা সিমিলারওয়েবের সমীক্ষা বলছে, সারা বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যাবহারকারীদের ৫৫ শতাংশ হোয়্যাটসঅ্যাপকেই তাঁদের পছন্দের মেসেঞ্জার হিসাবে বেছে নিয়েছেন। ১৭৮টি দেশের মধ্যে ১০৯টি দেশে হোয়্যাটসঅ্যাপই রয়েছে শীর্ষস্থানে। যার মধ্যে রয়েছে ভারতও। গড়ে একজন ভারতীয় দিনে ৩৭ মিনিট হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, জনপ্রিয়তার নিরিখে দু’‌নম্বরে রয়েছে ফেসবুক মেসেঞ্জার (‌৩০ শতাংশ)‌। প্রিয় মেসেঞ্জার হিসাবে তৃতীয় স্থানে ভাইবার। ‌ ‌এছাড়াও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে উইচ্যাট, টেলিগ্রাম এবং লাইনের মতো মেসেঞ্জারগুলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.