Sylhet Today 24 PRINT

আসছে লাইফাই

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৬

প্রযুক্তি বিপ্লবের নিত্য নতুন অনুষঙ্গে এতোদিন ইন্টারনেট সংযোগের তারবিহীন ব্যবস্থার সর্বশেষ সংস্করণ ছিলো ওয়াইফাই। তবে সেটিও পুরানো হতে চলেছে ওয়াইফাইকে পেছনে ফেলতে আসছে আলো বা লাইট নির্ভর মাধ্যম লাইফাই।

হ্যাঁ, কল্পনাকে হার মানিয়ে এলইডি লাইটের মাধ্যমে কাজ করা লাইফাই এনে দেবে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। বিশেষ করে বাড়ি কিংবা অফিসের মতো জায়গায় ওয়াইফাইয়ের চমৎকার বিকল্প হিসেবে কাজ করবে এই মাধ্যম।

লাইফাই ইন্টারনেট সংযোগের মূল কাজটি করবে লাইট। ভালো মানের একটি এলইডি বাল্বই এমন সংযোগ স্থাপনের জন্য যথেষ্ট। সঙ্গে লাগবে ইন্টারনেট সংযোগ ও একটি ফটো ডিটেক্টর।

আলোক প্রক্ষেপণের মাধ্যমে প্রচলিত ওয়াই-ফাইয়ের চেয়ে ১’শ গুণ বেশি গতিতে কাজ করবে লাইফাই। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ গিগাবাইট পর্যন্ত গতি এনে দিতে পারবে লাইফাই।

‘লাইফাই’ শব্দটি প্রথম প্রযুক্তি পরিবারে নিয়ে আসেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারাল্ড হাস।

এতোদিন লাইফাই তত্ত্বটি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও তা বাস্তবে রূপ দিয়েছে উত্তর ইউরোপের এস্তোনিয়ার একটি ল্যাবোরেটরি।

ওই গবেষণাগারে ইন্টারনেট সম্বলিত একটি এলইডি লাইট ব্যবহার করে ১ জিবি প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সফারে সাফল্য পান গবেষকরা।

সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে লাইফাই গবেষণার সাফল্য তুলে ধরেন গবেষণার প্রধান নির্বাহী দীপক সোলাঙ্কি।

আগামী তিন-চার বছরের মধ্যে গ্রাহকরা লাই-ফাই ব্যবহার করতে পারবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.