Sylhet Today 24 PRINT

আসছে ২৫৬ জিবি\'র স্মার্টফোন!

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৬

স্মার্টফোনের জগতে এখনও পর্যন্ত সর্বোচ্চ বিল্ট ইন মেমোরি ১২৮ গিগাবাইট (জিবি)। তবে এবার এই সর্বোচ্চ মেমোরিকে দ্বিগুণ করে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস বাজারে আনতে যাচ্ছে ২৫৬ গিগাবাইটের (জিবি) স্মার্টফোন।

নতুন এই ফোনটি আইফোন-৭ কে টেক্কা দেবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ফোনটির মডেল আসুস জেনফোন ৩ ডিলাক্স।

ফোনটির বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে । এই ফোনটিতে কোন অ্যান্টেনা নেই। অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি বলে ফোনটিতে অতিরিক্ত কোন অ্যান্টেনার প্রয়োজন হবে না। মেমোরি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ২৫৬ গিগাবাইট (জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। এতে মোট স্টোরেজের পরিমাণ হবে ৫১২ গিগাবাইট (জিবি)। ৬জিবি র‌্যাম থাকবে ফোনটিতে।

নতুন এই জেনফোনে অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। এছাড়াও উন্নত মানের স্পিকার এবং হাইব্রিড সিম স্লট থাকবে। হাইব্রিড সিম স্লট হলো ডুয়েল সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার স্লট।

২৫৬ ছাড়াও ৬৪ জিবি বিল্ট ইন মেমোরিতে ফোনটি পাওয়া যাবে। ফোনটির মূল্য হবে ৫০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি মুদ্রায় ৪০ হাজার টাকা। তবে ২৫৬ জিবি স্টোরেজের ফোনের মূল্য কত হবে তা সম্পর্কে প্রতিষ্ঠানটি থেকে কোন তথ্য পাওয়া যায় নি।

তবে ফোনটিকে ল্যাপটপের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.