Sylhet Today 24 PRINT

নতুন আইফোন কিনছে না কেউ!

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

আইফোন মালিকেরা ফোনসেটটি পুরোনো হয়ে গেলেও নতুন আরেকটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান কনজুমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনারসের (সিআইআরপি) গবেষকেরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন মালিকদের ক্ষেত্রে ফোনসেট হালনাগাদ করার সময় এখন দীর্ঘ হয়েছে।

এখন নতুন আইফোনের সংস্করণ বাজারে এলেও পুরোনোটি বাদ দিয়ে নতুনটিতে হালনাগাদ করতে তাদের আগ্রহ কমে গেছে। যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার অ্যাপল পণ্যের গ্রাহকের মধ্যে জরিপ করে এ তথ্য পেয়েছেন সিআইআরপির গবেষকেরা। তাঁরা বলছেন, ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এক বছর হিসাব করলে দেখা যায়, যত আইফোন পরিবর্তন করা হয়েছিল, এর মধ্যে ৩৪ শতাংশ দুই বছরের পুরোনো। কিন্তু ২০১৪ সালের জুন পর্যন্ত হিসাব ধরলে দেখা যাবে, পুরোনো আইফোন ছেড়ে নতুন আইফোনে যাওয়ার হার আগের চেয়ে ৫০ শতাংশ কমে গেছে।

অ্যাপল শুধু নতুন ক্রেতাদের নয়, বরং পুরোনো ক্রেতাদের ওপরও নির্ভর করে। তারা ভাবে, যারা অ্যাপলের ইকোসিস্টেমে (অ্যাপলের সব পণ্য) অভ্যস্ত হয়ে যাবে, তারা ক্রেতা হিসেবে থেকে যাবে। কিন্তু দেখা যাচ্ছে, ক্রেতারা দ্রুত হালনাগাদ করছে না।

গবেষকেদের মতে, নতুন ফোনে আকর্ষণ কমে যাওয়ার দুটি কারণ রয়েছে। এক হচ্ছে উদ্ভাবনী ফিচারের ঘাটতি ও ক্রেতাদের আর্থিক ভাবনা। তথ্যসূত্র: সিনেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.