Sylhet Today 24 PRINT

১২ বছর বয়সেই অ্যাপ নির্মাতা তন্ময়

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

কানাডার নাগরিক তন্ময় বকশি নামে ছেলেটির বয়স মাত্র ১২ বছর। স্কুল সহপাঠীদের নিয়ে এ বয়সে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা তার। এই বয়সেও ছেলেটি অন্যদের থেকে যেন বেশ আলাদা ।

তন্ময় বকশির বয়স যখন মাত্র পাঁচ বছর তখন থেকেই প্রযুক্তি নিয়ে তন্ময় শুরু করে তার কাজকারবার । বিশ্বের সবচেয়ে কম বয়সী অ্যাপ নির্মাতাদের একজন তন্ময়। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইবিএম ডেভেলপার কানেক্ট নামের একটি অনুষ্ঠানে নিজের প্রতিভা প্রদর্শন করে তন্ময়।

তন্ময় সেখানে ‘আস্ক তন্ময়’ নামের একটি অ্যালগরিদম নিয়ে কথা বলে, যাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ওয়েবভিত্তিক এনএলকিউ সিস্টেম। এটি আইবিএমের সুপার কম্পিউটার ওয়াটসনের জ্ঞানসহায়ক সক্ষমতা ব্যবহার করে তৈরি। আট ধাপের এই অ্যালগরিদম ব্যবহার করে ব্যক্তি, সংগঠন, অবস্থান, তারিখ প্রভৃতি বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেওয়া যায়।

তন্ময়ের এই উপস্থাপনার বিষয়টি নজরে আসে সবার । টুইটারে তার প্রশংসা করে অনেকেই টুইট করেন। তথ্যসূত্র : এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.