Sylhet Today 24 PRINT

পরীক্ষামূলকভাবে সফল অবতরণ সৌর বিমানের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে টানা ৭১ ঘন্টা পরীক্ষামূলক ভ্রমণের পর সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস ২ স্পেনে পৌঁছেছে।

তিনদিনের আটলান্টিক মহাসাগর পাড়ি শেষে বিমানটি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সেভিলে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে।

দুজন পাইলট সোলার ইম্পালস-২ নিয়ে বিশ্বভ্রমণে বের হন। এর মধ্যে একজন হচ্ছেন পিকার্ড এবং অপরজন হলেন অ্যান্ড্র বোর্সচবার্গ। বিমানটি সফলভাবে অবতরণের পর পিকার্ড আনন্দ প্রকাশ করে বলে ওঠেন, এটি একেবারেই নিখুঁতভাবে অবতরণ করেছে।

২০১৫ সালের মার্চে আবুধাবি থেকে বিশ্বভ্রমণের যাত্রা শুরু করে সোলার ইম্পালস-২। এরপর কয়েক ধাপে এশিয়া ও প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ১১ জুন নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিল বিমানটি।  এরপর সেখান থেকে বিমানটির আটলান্টিক পাড়ির যাত্রা শুরু হয়।

আটলান্টিক পাড়ির পরই এর বিশ্বভ্রমণ শেষ হওয়ার কথা ছিল। সে যাত্রাই সফলভাবে শেষ করল বিমানটি।

মিশন ম্যানেজাররা এখন বিমানটিকে আবারও এর প্রথম যাত্রা শুরুর স্থান অর্থাৎ দুবাইয়ে বিমানটিকে নিয়ে যাওয়ার যাত্রাপথ পরিকল্পনা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.