Sylhet Today 24 PRINT

যৌনসঙ্গী হিসেবে রোবটের জনপ্রিয়তা বাড়ছে

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

ব্রিটেনের মোটামুটি ২১ শতাংশ মানুষ (প্রতি ৫জনে ১জন) স্বীকার করেছেন যে, তারা স্বেচ্ছায় রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে ইচ্ছুক।

এ সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা যায়, ২,৮১৬জন যৌন সক্ষম ব্রিটিশ নাগরিক, যাদের বয়স ১৮ বা তার বেশি, তাদের মতে, রোবটের সাহচর্য ‘বেশি সুখকর’ হবে।

"রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং মানুষের অনুকরণপ্রিয়তার মিথস্ক্রিয়া কি ইতিবাচক না নেতিবাচক?"- জরিপে অংশগ্রহণকারীদের কে এই প্রশ্ন করা হয়। ৫১ শতাংশ মানুষ একে 'ইতিবাচক' বলে উত্তর দেন, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

তারপর জরিপকারী ভাউচার কোডস প্রো-এর দল পাঁচটি প্রশ্ন করে, যার উত্তরগুলো ছিল -

রোবট দিয়ে পরিষ্কার / কুক করুন – ৪৫ শতাংশ

রোবটের সঙ্গে কথোপকথন – ৪১ শতাংশ

রোবট দিয়ে নিজের কাজ করান – ৩৮ শতাংশ

রোবটের সঙ্গে যৌন সম্পর্ক – ২১ শতাংশ

রোবটের সঙ্গে খেলা – ১২ শতাংশ

এই জরিপ থেকে পাওয়া তথ্যমতে, গবেষকরা সেই অংশগ্রহণকারীদের (পুরুষদের এবং নারী উভয়কেই) জিজ্ঞাসা করেন, "কেন তারা একটি রোবটের সঙ্গে যৌন সম্পর্ক করতে চান?"

উত্তরে ৭২ শতাংশ জানায়, "এই কাজে রোবট খুব ভাল হবে।" বাকি ২৮ শতাংশ 'সুযোগ পেলে' রোবট ব্যবহার করে দেখবেন - এমন মত দেন।

লিঙ্গ সম্পর্কীয় মনোবিজ্ঞানী, ড. হেলেন ড্রিসকল বলেন, "যৌন প্রযুক্তি' দিন দিন আধুনিকতর হচ্ছে।"

সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি-এর ড. ড্রিসকল বলেন, "রোবোটিক্স , ইন্টারঅ্যাকটিভ, গতি সেন্সিং বা অনুভবনশীল প্রযুক্তি 'যৌন খাতে' সামনের কয়েক বছরের মধ্যে আরও বড় ভুমিকা রাখবে।"

ভবিষ্যতে 'সেক্স রোবট' দিয়ে টিনএজাররা তাদের কুমারীত্বও হারাতে পারেন বলে ধারণা প্রকাশ করা হয়।

গবেষকদের মতে, এইসবের মাধ্যমে যৌনতা সম্পর্কে একশ’ বছর আগের সামাজিক নিয়মের সুস্পষ্ট পরিবর্তন ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.