Sylhet Today 24 PRINT

টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহার করেন ৬৯% মার্কিনি!

অনলাইন ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রায় ৬৯ শতাংশ মানুষ টয়লেটে বসেই স্মার্টফোন ব্যবহার করেন। এদের অর্ধেকের বেশি আবার স্মার্টফোনের মাধ্যমে 'চ্যাট' করেন অথবা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন।

সম্প্রতি পরিচালিত এক জরিপে এমনই মজার তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অনলাইন সেবা প্রতিষ্ঠান মাইমিডিয়া প্রকাশিত জরিপে অংশগ্রহণকারীদের ১২ শতাংশ স্বীকার করেন, টয়লেটে তারা স্মার্টফোনে যৌন উদ্দীপক ছবি বা ভিডিও দেখেন।

টয়লেটে স্মার্টফোন ব্যবহারের সময় কখনো না কখনো সেটি পড়ে গিয়েছিল বলে জানান জরিপে অংশগ্রহণকারী ২৫ শতাংশ মানুষ। তবে আইফোন ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ধরনের দুর্ঘটনার কথা বেশি স্বীকার করেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ জানান, তারা টয়লেটে থাকা অবস্থায় টুইটার, ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের আপডেট দেখেন।

টয়লেটে বসে ডেটিং অ্যাপস ব্যবহার করেন— জরিপে অংশ নিয়ে একথা স্বীকার করা ব্যক্তিদের ৮৩ শতাংশই পুরুষ। অন্যদিকে জরিপে অংশ নেওয়া নারীরাই কেবল স্বীকার করেন যে, তারা টয়লেটে বসে সেলফি বা ছবি তোলেন।

এছাড়াও জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ মানুষ স্বীকার করেন, তারা টয়লেটে থাকা অবস্থায় অনলাইনে কেনাকাটা করেন এবং আট শতাংশ স্বীকার করেন, তারা তাদের অনলাইন ডেটিং প্রোফাইল চেক করেন। সূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.