Sylhet Today 24 PRINT

ফেসবুকে যারা তথ্য গোপন করেন তাঁরা হীনমণ্যতায় ভোগেন!

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

যেসব ব্যবহারকারী ঠিকমতো ফেসবুকে নিজেদের উপস্থাপন করতে ব্যর্থ হয় কিংবা তথ্য গোপন করে তারা এক ধরনের চাপের মধ্যে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি পিছিয়ে থাকে। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়ার রেইচেল গ্রিভ এবং জারা ওয়াটকিনসন বিষয়টি নিয়ে গবেষণা পরিচালনা করেন। এসময় তারা ফেসবুকে একজন ব্যবহারকারীর প্রকৃত উপস্থাপন কী ধরনের মানসিক এবং সামাজিক প্রভাব ফেলে তা নির্ণয়ের চেষ্টা করেন।

গবেষণায় তারা দেখতে পান, যারা সত্যিকার অর্থে নিজেকে সঠিকভাবে ফেসবুকে তুলে ধরতে পারেন তারা অনেকটাই নির্ভার থাকেন। অন্যদিকে যারা নিজেকে গোপন করার জন্য ফেসবুকে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করে না তারা অনেক সময় হীনমন্যতায় ভোগেন। এছাড়া নিজেকে গোপন করার কারণে প্রচণ্ড চাপে থাকে তারা।

মোট ১৪৬ জন অংশগ্রহণকারী নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। এসময় একবার তাদের সত্য এবং আরেকবার তাদের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ফলাফল নির্ণয় করা হয়। এই গবেষণার ফলাফল সাইবার-সাইকোলজি, বিহেভিয়ার এবং সোশ্যাল নেটওয়ার্কিং নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.