Sylhet Today 24 PRINT

৪৪ সেকেন্ডেই ডাউনলোড করা যাবে ব্লু-রে মানের ছবি!

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

মোবাইল ফোন নেটওয়ার্কে ৪৪ সেকেন্ডেই নামবে গোটা একটি সিনেমা। তাও আবার ব্লু-রে মানের।

ফিনিশ মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান এলিসার দাবি, তাদের ফোরজি নেটওয়ার্ক পরীক্ষায় সেকেন্ডে সর্বোচ্চ ১.৯ গিগাবিট (জিবিপিএস) পর্যন্ত গতি উঠেছে, যা বিশ্বরেকর্ড।

বর্তমানে গ্রাহক পর্যায়ে এলিসার নেটওয়ার্কের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবিট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ভেলি-ম্যাটি ম্যাটিলা বলেছেন, ‘এখন পর্যন্ত এত বেশি গতির ঘোষণা কোনো প্রতিষ্ঠান দিয়েছে বলে আমাদের জানা নেই।’

ফেব্রুয়ারিতে অবশ্য এক বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ফাইভজি নেটওয়ার্কে সেকেন্ডে এক টেরাবিট পর্যন্ত গতি তুলতে পেরেছিলেন, যা এলিসার রেকর্ডের ৫০ গুণের বেশি। তবে বাণিজ্যিক ব্যবহারের কথা বিবেচনায় আনলে এলিসার গতি বরং বেশি বাস্তবসম্মত।

এক সাক্ষাৎকারে ম্যাটিলা বলেছেন, আগামী দু-তিন বছরের মধ্যে ফিনল্যান্ডে ১ জিবিপিএস গতির নেটওয়ার্ক ছাড়তে চায় প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি এবং ফোরকে মানের ভিডিও চালনায় বেশি সুবিধা পাওয়া যাবে এই নেটওয়ার্কে।
সূত্র: বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.