Sylhet Today 24 PRINT

নতুন ফোনে যেভাবে পাওয়া যাবে পুরনো ফোনের ডাটা

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৫

বারবার ফোন  বদলালেও, আর  হারিয়ে যাবে  না পুরনো ফোনের রেকর্ড । এখন থেকে প্রতিটি  নতুন অ্যান্ড্রয়েড ফোনেই থেকে যাবে  পুরনো ফোনের সব তথ্য।  পুরনো চ্যাট  চাইলে আবারও দেখা যাবে   নতুন ফোনে।  গুগুল ড্রাইভের সাহায্য নিয়ে প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের  গ্রাহকই  এই সুবিধা পাবেন।      

কয়েকদিনের মধ্যেই এই সুবিধাগুলি বাজারে নিয়ে আসবে অ্যান্ড্রয়েড। ওয়াই- ফাই ব্যাবহার করেও এই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে গুগুল ড্রাইভের সমস্ত পুরনো রেকর্ড।  হোয়াটস অ্যাপের সব ছবি,ভিডিও গুগুল ড্রাইভে ব্যাক-আপ হিসেবে  থেকে যাবে। সেই সব ছবি  বা ভিডিও অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী  গ্রাহক নিজের মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন।   
 
iOS  ব্যাবহারকারীরা  iCloud এর মাধ্যমে পুরনো রেকর্ড রেখে দিতে পারবেন। অতএব হ্যাপা ছাড়াই এবার থেকে বার বার বদলে ফেলুন পুরনো ফোন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.