Sylhet Today 24 PRINT

এবার ফেসবুকের লাইভ ভিডিও আসছে ডেস্কটপেও

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের জন্যও ফেসবুকের লাইভ ভিডিও সুবিধাটি আসছে শিগগিরই। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে কেবল ফেসবুকের এই ভিডিও সুবিধাটি পাওয়া যায়। ডেস্কটপের জন্য ধীরে ধীরে এই সুবিধাটি চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুকের সরাসরি ভিডিও সম্প্রচারের সুবিধাটি চালু করা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সোশ্যাল টাইমস জানিয়েছে, ডেলিলাহ টেইলার নামের এক ফেসবুক ব্যবহারকারী ল্যাপটপ দিয়ে লাইভ ভিডিও করতে পেরেছেন। সাংবাদিকদের অনুরোধেই এ সুবিধা চালু করছে ফেসবুক। এখনও এটি সবার জন্য উন্মুক্ত হয়নি।

শিগগিরই ল্যাপটপের ক্যামেরা এবং ডেস্কটপের সঙ্গে ক্যামেরা ডিভাইস যুক্ত করে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। ফেসবুক লাইভে শিডিউলিং, টু পারসন ব্রডকাস্টিং ও এমএসকিউআরডি ইনটিগ্রেশন সুবিধা যুক্ত হয়েছে। এমএসকিউআরডি ইনটিগ্রেশন হচ্ছে ভিডিওতে বিভিন্ন ফিল্টার যুক্ত করা ও স্ন্যাপচ্যাটের মতো মাস্ক যুক্ত করার সুবিধা।
তথ্যসূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.