Sylhet Today 24 PRINT

জঙ্গি দমন বিশেষজ্ঞ নিয়োগ দিচ্ছে ফেসবুক

অনলাইন ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৬

ফেসবুকে জঙ্গিদের কোনো অ্যাকাউন্ট থাকবে না। এর জন্যে জঙ্গি দমন বিশেষজ্ঞ নিয়োগ করছে ফেসবুক। এই ওয়েবসাইট থেকে জঙ্গিমূলক প্রচার বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সম্প্রতি টুইটারও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সন্ত্রাসী প্রচার চালানো অনেক অ্যাকাউন্টগুলো সব মুছে দেওয়া হয়। এবার টুইটারের সেই পথে হাঁটতে যাচ্ছে ফেসবুকও।

ফেসবুক সম্প্রতি কাউন্টার টেররিজম গবেষক পদে লোক নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এই পদে যিনি আসবেন তার দায়িত্ব হবে ফেসবুকের ইকোসিস্টেমকে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে হুমকিতে ফেলা সন্ত্রাসী অ্যাকাউন্টগুলো শনাক্ত করা; সফটওয়্যার উন্নয়নে সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো তৈরিতে সাহায্য করা।

গত সেপ্টেম্বরে ইসরায়েলের সরকারের অনুরোধে সন্ত্রাসীদের উসকানিমূলক কনটেন্ট সরিয়ে ফেলে ফেসবুক। ইসরায়েলের সরকারের ফ্ল্যাগ দেখানো ৯৫ শতাংশ কনটেন্ট সরিয়েছে ফেসবুক। এদিকে ফেসবুকের আগেই সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে গেছে টুইটার। গত ছয় মাসে টুইটার থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারের কারণে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া এ বছরের শুরুতে এক লাখ ২৫ হাজার আইএস অ্যাকাউন্ট ডিলিট দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.