Sylhet Today 24 PRINT

গ্রামীণফোনের নতুন সিইও পিটার ফারবার্গ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ অক্টোবর, ২০১৬

বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন পিটার বি ফারবার্গ।

বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এই কর্মকর্তা আগামী ১ নভেম্বর গ্রামীণফোনের দায়িত্ব নেবেন। একই সঙ্গে গ্রামীণফোনের মূল ব্যবসায়ী প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের সদস্য হিসেবেও কাজ করবেন তিনি।

এর আগে ব্যাংককে টেলিনর গ্রুপের ডিজিটাল বিজনেস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন পিটার। এ ছাড়া টেলিনর মিয়ানমারের প্রধান নির্বাহী হিসেবেও তিন বছর কাজ করেছেন তিনি। ১৯৯৮ সালে টেলিনর গ্রুপে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন পিটার।

আগামী ১ নভেম্বর গ্রামীণফোনে যোগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী রাজীব শেঠির স্থলাভিষিক্ত হবেন পিটার। ২০১৪ সালের নভেম্বর থেকে রাজীব বাংলাদেশে গ্রামীণফোনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন রাজস্ব, নেটওয়ার্ক এবং গ্রাহকসেবার ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর। এটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও তালিকাভুক্ত কোম্পানি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.