Sylhet Today 24 PRINT

বাংলা কনটেন্ট নিয়ে আসছে ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৬

ফেসবুক খুব শীঘ্রই বাংলায় তাদের কনটেন্টগুলো নিয়ে আসবে। তখন বাংলায় তৈরি হবে ফেসবুকের শিক্ষা সহায়ক টুলস।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মেলা 'ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬'-তে  এ তথ্য জানিয়েছেন ফেসবুকের শীর্ষ কর্মকর্তারা।

ফেসবুকের শীর্ষ কর্মকর্তা সাইম আজিজ ও খুশি সাগর জানান, ফেসবুক এখন বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ানোর অংশ হিসেবে বাংলায় কনটেন্ট নিয়ে আসবে। ফেসবুক ব্যবহার পদ্ধতি বা হেল্প নিদের্শনাও বাংলায় দেওয়া থাকবে।

তারা জানান, ফেসবুক বিভিন্ন বড় উৎসবের সময় তাদের বিজ্ঞাপন হার বাড়িয়ে দেয়। কারণ, এসময় অনেকেই বিজ্ঞাপনের জন্য বুস্ট করে থাকেন। বাংলাদেশে ফেসবুকভিত্তিক অনেক ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.