Sylhet Today 24 PRINT

৯ বছরে তৈরি হওয়া গেম ‘দ্য লাস্ট গার্ডিয়ান’ আসছে

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

বড় বড় গেমগুলো তৈরি হতে বড় জোর বছর এক-দুই বছর সময় লাগে। কিন্তু ‘দ্য লাস্ট গার্ডিয়ান’ নামের একটি ভিডিও গেম তৈরি হতে সময় লেগেছে নয় বছর! আগামী ডিসেম্বরে এই গেমটি মুক্তি পাচ্ছে।

২০০৭ সাল থেকে তৈরি হচ্ছে জাপানি এই ভিডিও গেমটি। সনি ইন্টারঅ্যাকটিভের নির্বাহী সুহেই ইয়োশিদা এক টুইট বার্তায় বলেন, দ্য লাস্ট গার্ডিয়ানের কাজ শেষ হয়েছে এবং এখন মুক্তির অপেক্ষায়।

দ্য লাস্ট গার্ডিয়ান গেমটি তৈরি করেছে টিম আইকো নামের জাপানের একটি ভিডিও গেম কোম্পানি। ২০০৭ সালে জাপানের ভিডিও গেম সাময়িকী ফামিতসুতে প্রথম এ গেমটির কথা প্রকাশ পায়। এরপর থেকে গেমটি তৈরিতে কাজ চলছিল। গেমটির কাহিনী ট্রাইকো নামের এক তরুণকে ঘিরে। বিশাল এক প্রাণীর মুখোমুখি হয় সেই তরুণ। দুজনের বন্ধুত্ব হয়। এরপর বেরিয়ে পড়ে পৃথিবীর নানা রহস্য অন্বেষণে। অ্যাকশন-রোমাঞ্চধর্মী গেমটি সিঙ্গেল মোডের। গেমারকে নানা রহস্য উন্মোচনের মাধ্যমে সামনের ধাপে এগোতে হয়। প্লেস্টোর ৪ প্ল্যাটফর্মের গেমটির সহজ কাঠামো ভক্তদের মন জনয় করবে বলে মনে করছে গেম প্রকাশক সনি।
তথ্যসূত্র: এনগ্যাজে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.