Sylhet Today 24 PRINT

৬ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৬

অনেক দিন ধরেই মধ্যম আয়ের মানুষদের জন্য স্মার্টফোন বাজারে ছেড়ে এসেছে স্যামসাং। তবে মানুষের আয়ের যেমন উন্নয়ন হয়েছে, একই সঙ্গে নিজেদের স্মার্টফোন উন্নত করতে চাইছে প্রতিষ্ঠানটি।

এবারই তারা প্রথমবারের মতো ৬ গিগাবাইট র‍্যামের ‘গ্যালাক্সি সি৯ প্রো’ স্মার্টফোন আনছে তারা। ১১ নভেম্বর থেকে চীনের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে।

ধাতব কাঠামোর এই ফোন দেখতে কিছুটা অপ্পোর আর৯ এবং আর৯ প্লাসের মতো। পেছনে অ্যানটেনার জন্য সরু তিন সারি দাগ আছে এতে। ৬ ইঞ্চির বড় পর্দা, সামনে ও পেছনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, সঙ্গে অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগও থাকছে গ্যালাক্সি সি৯ প্রোতে। অপারেটিং সিস্টেম হিসেবে শুরুতে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো থাকলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ৭ ন্যুগাটে উন্নয়নের সুযোগ থাকবে বলে জানানো হয়।

স্মার্টফোনটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৪৭০ ডলার। তবে চীনের বাইরে অন্য কোথায় এটি ছাড়া হবে, আদৌ ছাড়া হবে কি না, সে ব্যাপারে কিছু জানায়নি স্যামসাং।
সূত্র: ডিজিটাল ট্রেন্ডস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.