Sylhet Today 24 PRINT

মার্ক জুকারবার্গকে মৃত দেখিয়ে স্মরণ করলো ফেসবুক!

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৬

মার্ক জুকারবার্গকেও মৃত দেখালো ফেসবুক! শুধু জুকারবার্গ নয়, অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের রিমেম্বারিং সেবা আরও বহু মানুষকে মৃত দেখিয়ে স্মরণ করেছে।

শুক্রবার (১১ নভেম্বর) বেশ কিছু সময়ের জন্য অনেকের ফেসবুক টাইমলাইনের উপর একটি লেবেল সাঁটা দেখা গেছে। সেখানে লেখা ছিলো- মৃত এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক।

পরে ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানিয়েছেন যে তারা বেঁচে আছেন। ভুলবশত তাদের মৃত দেখিয়েছে ফেসবুক।

এ ঘটনাকে মারাত্মক ভুল হিসেবে স্বীকার করে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভুল শোধরানো হয়েছে। এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত।’

বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়দের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই মেমোরিয়াল সেবাটি চালু করে। এই সেবা ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারেন যে, তার মৃত্যুর পর ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে যাবেন নাকি ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দেবে।

সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.