Sylhet Today 24 PRINT

নগ্নতার বিরুদ্ধে এবার নামল ইনস্টাগ্রাম

আইসিটি ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৫

নগ্নতার বিরুদ্ধে বেশ কঠোর হচ্ছে সামাজিক যোগাযোগ সাইটগুলো। এবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

বিশ্বব্যাপী ইমেজ শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম গ্রাহকদের জন্য নতুন নীতিমালা দিয়েছে। নীতিমালায় সাইটটিতে কোন ধরনের ছবি পোস্ট করা যাবে বা যাবে না এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

নীতিমালার 'ডোন্ট বি রুড' বিভাগের সর্বশেষ নীতিমালায় বলা হয়েছে, জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্মবিশ্বাস, অক্ষমতা, রোগ ইত্যাদি কোনো কিছুর ভিত্তিতে কাউকে আক্রমণাত্নক কিছু বলা এবং কোনো ব্যক্তিকে এ ধরনের কাজে প্রভাবিত করা যাবে না। নগ্নতা বিষয়ে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে নগ্ন নিতম্ব, শারীরিক সম্পর্ক ইত্যাদিবিষয়ক ছবি পোস্ট করা যাবে না।

এ ছাড়াও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে নিরাপত্তার খাতিরে শিশুদের আংশিক বা সম্পূর্ণ নগ্ন ছবি সাইট থেকে সরিয়ে ফেলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.