Sylhet Today 24 PRINT

২০ জানুয়ারি পর্যন্ত ধীরগতিতে থাকবে বাংলাদেশের ইন্টারনেট

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

ইন্টারনেটে ধীরগতি আগামী দুই সপ্তাহের আগে স্বাভাবিক হবে না বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ধীরগতির থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) নির্ভর ব্যান্ডউইথের চাহিদা বেড়ে যাওয়া এবং সেই চাহিদার মেটাতে না পারার কারণে ইন্টারনেটে সমস্যা হচ্ছে। এছাড়া আইটিসি ক্যাবলের আমদানি পয়েন্টে সমস্যা হওয়ায় দেশে ঠিক মতো ব্যান্ডউইথ সরবরাহ ব্যর্থ হচ্ছে বলেও সমস্যা কাটতে সময় লাগছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি দেশে দৈনিক ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪০০ গিগা অতিক্রম করেছে। এর মধ্যে ১২০ গিগা বিএসসিসিএল (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) এবং ২৮০ গিগা ব্যান্ডউইথ আইটিসির মাধ্যমে ভারত থেকে আসে। সরবরাহ করে টাটা কমিউনিকেশন ও ভারতী এয়ারটেল।

ভারত আইটুআই নামের একটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে ‍যুক্ত। চেন্নাইয়ের সমুদ্রতীর থেকে ৪০ কিলোমিটার দূরে ক্যাবলটি ঝড়ের কবলে কাটা পড়ায় গত বছরের ১৩ ডিসেম্বর রাত ২টা থেকে তা অকেজো হয়ে যায়। টাটা ইনডিকম ক্যাবল নামে আরও একটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে ভারত যুক্ত রয়েছে। ৩ হাজার ১৭৫ কিলোমিটার দীর্ঘ এ ক্যাবলটি ভারতের চেন্নাই ও সিঙ্গাপুরের চাঙ্গি এলাকার মধ্যে সংযোগ স্থাপন করেছে। বুধবার রাত ১টা থেকে এ ক্যাবলটিও অকেজো হয়ে পড়ে।

এছাড়া ইন্ডিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ আরেকটি ফাইবার অপটিক ক্যাবল দিয়ে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে যুক্ত। এই ক্যাবলটিও এখন অকেজো। ফলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হচ্ছেন। এই ক্যাবলটি এ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে সবগুলো ক্যাবল ঠিক হতে ২০ জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে বলে জানায় আইএসপিএবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.