Sylhet Today 24 PRINT

হ্যাক হচ্ছে জি-মেইল অ্যাকাউন্ট!

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৭

ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানিয়ে জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাকাররা। নতুন একটি কৌশলের মাধ্যমে গত কয়েকদিন ধরে এ কাজটি করে যাচ্ছে তারা। বিষয়টি প্রথম নজরে আসে ওয়ার্ডপ্রেস নিরাপত্তাসেবা ওয়ার্ডফেন্সের প্রধান নির্বাহী মার্ক মন্ডারের।

এ হ্যাকিং প্রক্রিয়ায় দুষ্কৃতিকারীরা ব্যবহারকারীদের জি-মেইল অ্যাকাউন্টে একটি মেইল পাঠায়। আপাতদৃষ্টিতে এটা তেমন ক্ষতিকর কোনও বিষয় মনে হয় না। তবে যখন কেউ এতে ক্লিক করে তখন ব্রাউজারে নতুন একটি লিংক খুলে যায়। ওই লিংক দেখতে অনেকটা গুগল সাইন-ইন পেজের মতো। এরপর ব্যবহারকারী যখন সাইন-ইনের জন্য তার তথ্য প্রদান করে তখনই এটা সরাসরি চলে যায় হ্যাকারদের হাতে। আর এভাবেই প্রতিনিয়ত হ্যাক হচ্ছে অসংখ্য মেইল অ্যাড্রেস।

জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত অন্যসব তথ্যও হ্যাকাররা পেয়ে যায়। যে কারণে একজন ব্যবহারকারী বহুমুখী বিপদে পড়ে যেতে পারেন। এ সমস্যাটি এড়িয়ে চলার জন্য নিজেকে একটু সতর্ক থাকতে হবে।

বিপদ থেকে বাঁচতে ব্যবহারকারীরা চাইলে একটি কৌশল অবলম্বন করতে পারেন। জি-মেইলে প্রবেশ করার পর অ্যাড্রেসবারের বাম পাশে সবুজ রঙে সিকিউর লেখা দেখলে এটাতে প্রবেশ করতে কোনও সমস্যা নেই। কিন্তু যদি এরকম কিছু না থাকে তবে সেটা এড়িয়ে যাওয়াই ভালো। গুগল শিগগিরই এ সমস্যা সমাধানে কাজ শুরু করবে।
সূত্র: ইয়াহু টেক

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.