Sylhet Today 24 PRINT

ভূমিকম্পে নিখোঁজদের খোঁজে গুগলের 'পারসন ফাইন্ডার'

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে গুগল চালু করেছে 'পারসন ফাইন্ডার' নামের একটি বিশেষ সেবা।

গুগলের এই পারসন ফাইন্ডারে আছে দুটি অংশ। একটি হল 'I'm looking for someone' এবং অপরটি হল 'I have information about someone'। মূলত এখানে নিখোঁজদের খোঁজ পেলে যেকেউ সেই তথ্য এখানে আপলোড করতে পারবে। আর অন্যরা চাইলে এই ডেটাবেজ থেকে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করতে পারবে।

কেউ যদি নিখোঁজ ব্যক্তির খোঁজ চায়, তাহলে তাকে 'I'm looking for someone' অংশের সাহায্য নিতে পারবে। আর কেউ যদি অন্যদের জানাতে চায় যে সে সুস্থ আছে কিংবা একইভাবে অন্য কারও খবর জানে, তাহলে 'I have information about someone' অংশে গিয়ে সেই তথ্য জমা দিতে পারবে। পরবর্তীতে অন্যরা এই তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান কিংবা সর্বশেষ অবস্থা জানতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.