Sylhet Today 24 PRINT

উইন্ডোজ ১০ এর লুকানো সুবিধাসমূহ

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৭

প্রিন্ট টু পিডিএফ

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অন্য কোনো প্লাগ-ইন ছাড়াই সরাসরি পিডিএফ ফরম্যাটে যেকোনো নথি সংরক্ষণ করা যায়।

উইন্ডোজ হালনাগাদের সময় পরিবর্তন

হালনাগাদ ইনস্টলের জন্য রিস্টার্ট করার সময় বদলে দেওয়া যাবে উইন্ডোজ ১০-এ। এ জন্য StartSettingsUpdates & Recovery Windows Update-এ গিয়ে সেটিং বদলে দিতে হবে।

এক্সবক্স স্ট্রিমিং

এই সুবিধার মাধ্যমে এক্সবক্স ওয়ানের গেম সরাসরি কম্পিউটারে সম্প্রচার করা যাবে।

স্টোরেজ সেন্স

বিভিন্ন ধরনের কনটেন্ট হার্ডডিস্ক ড্রাইভের কতটুকু জায়গা দখল করে রেখেছে তা দেখাবে এবং প্রয়োজনমাফিক সমাধানের পথ বাতলে দেবে।

পরিবর্তনযোগ্য স্টার্ট মেন্যু

আইকনগুলোর মাঝের ফাঁকা জায়গায় মাউস কারসর নিয়ে গেলে পরিবর্তনের অপশন দেখাবে। এরপর নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে।

গেম ও অ্যাপের ভিডিও রেকর্ডিং

গেম ডিভিআর সুবিধা ব্যবহার করে পর্দায় চলা গেম ও অ্যাপের ভিডিও ধারণ করা যাবে।
সূত্র: ইজইউএস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.