Sylhet Today 24 PRINT

নতুন স্মার্ট জুতা নিয়ে এল শিয়াওমি

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১১ মার্চ, ২০১৭

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শিয়াওমি নতুন এক জোড়া স্মার্ট জুতা বাজারে ছাড়তে যাচ্ছে।

এ জুতায় ইনটেলের তৈরি প্রসেসর থাকছে। এ জুতা পরে হাঁটাহাঁটি, দূরত্ব, গতিসহ নানা তথ্য পাওয়া যাবে।

এর আগে ২০১৫ সালে প্রথম স্মার্ট জুতা বাজারে এনেছিল শিয়াওমি। ওই জুতা পরিধানকারীর পদক্ষেপ হিসাব করে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারত। তবে এবারের নতুন জুতায় বোতাম আকৃতির কুরি মডিউল প্রসেসর ব্যবহার করায় এটি আরও উন্নত হয়েছে।

‘৯০ মিনিটস আলট্রা স্মার্ট স্পোর্টসওয়্যার’ নামের এ জুতা ব্যবহার করে মোট কতটুকু হাঁটা বা দৌড়ানো হয়েছে, এ তথ্য জানার পাশাপাশি কত গতিতে দৌড়ানো হয়েছে বা কতটুকু ক্যালরি পুড়েছে, সে তথ্য জানা যাবে।

এ জুতায় আছে এয়ার কুশন, পিছলে পড়া ঠেকানোর ফিচার, ব্যাকটেরিয়া প্রতিরোধী বিশেষ ধরনের সোল। বেশ কয়েকটি রঙে এপ্রিল মাস থেকে চীনের বাজারে বিক্রি শুরু হবে এ জুতা। এর দাম হবে ৩০০ ইউয়ান বা প্রায় ৩ হাজার ৫০০ টাকা।
তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.