মায়েদের জন্য একটু বিশেষ কিছু করার ইচ্ছা নিয়ে ‘মা দিবস’ উপলক্ষে “মা তোমায় ভালোবাসি” শিরোনামের অভিনব এক উদ্যোগ নিয়েছে স্যামসাং । এই বিশেষ দিনে যে কেউ মায়ের জন্য পাঠাতে পারবেন পছন্দমতো ভয়েস মেসেজ।
প্রতিষ্ঠানটি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে মিসড কল দিলে স্যামসাং ওই গ্রাহককে ফিরতি কল করবে। এই কলে তারা তাদের মায়ের জন্য একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন।
মা দিবসে তাদের মায়ের কাছে ওই মেসেজটি পাঠানো হবে। অংশগ্রহনকারীদের মধ্যে নির্বাচিত পাঁচ জন উপহার হিসেবে পাবেন স্যামসাং জেড ১ স্মার্টফোন।
এই ক্যাম্পেইন সম্পর্কে স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “আমরা আমাদের গ্রাহক ও তাদের প্রিয়জনদের খুশি করতে সচেষ্ট, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা তাদের মায়ের কাছ থেকে দূরে থাকেন, তাদের তরফ থেকে ভালোবাসার একটি অসাধারণ সুন্দর নিদর্শন হতে পারে এটি।
এই ক্যাম্পেইনের আওতায় মে ৮ থেকে মে ১০ পর্যন্ত ঢাকার সকল স্যামসাং স্টোর থেকে যেকোন কিছু কিনলে গ্রাহকরা একটি বিশেষ মা দিবস কার্ড এবং ডিসকাউন্ট কুপন পাবেন।