Sylhet Today 24 PRINT

আইওএস ও ম্যাকওএস সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৭

আপনি কি অ্যাপলের কোনো যন্ত্র ব্যবহার করছেন? সম্ভাব্য হ্যাকিং ঝুঁকি এড়াতে জরুরি পরামর্শ দিয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। আইওএস ও ম্যাকওএস সফটওয়্যার হালনাগাদ করে নিতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সম্প্রতি উন্মুক্ত করা নিরাপত্তা প্যাচটি হালনাগাদ করা গুরুত্বপূর্ণ। তা না হলে হ্যাক হওয়ার ঝুঁকিতে পড়তে হতে পারে।

সম্প্রতি অ্যাপল যন্ত্রে ‘ব্রডপন’ নামের একটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়া যায়। এর মাধ্যমে অ্যাপল যন্ত্রে বসানো ওয়াই-ফাই চিপ ব্যবহার করে যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। নিরাপত্তা প্যাচে ওই নিরাপত্তা ত্রুটির বিষয়টি ঠিক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা সেবাদাতা এক্সোডাস ইনটেলিজেন্সের নিরাপত্তা গবেষক নিতাই আর্টেনসটেইন ওই নিরাপত্তা ত্রুটি বের করেন। তিনি বলেন, যতক্ষণ ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অ্যাপলের যন্ত্র থাকবে হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এটি।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা সেটিংস মেনু থেকে সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে আইওএস ১০.৩. ৩ সংস্করণটি ইনস্টল করে নিতে পারেন। ম্যাক ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে আপডেট ট্যাব ব্যবহার করে ম্যাকওএস সিয়েরা ১০.১২. ৬ ডাউনলোড করে নিতে পারেন।

অ্যাপলের তৈরি যন্ত্রের এ ধরনের সমস্যা আগে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্রেও শনাক্ত করেছিলেন বিশ্লেষকেরা। এ মাসের শুরুর দিকে গুগল এর জন্য নিরাপত্তা প্যাচ হালনাগাদ করেছে।
তথ্যসূত্র: আইএএনএস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.