Sylhet Today 24 PRINT

এবার মনের কথা শুনবে রোবট

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২৩ মে, ২০১৫

যান্ত্রিক পৃথিবীতে মনের কথা বলবার যেমন ফুরসত নেই, শুনবারও ফুরসত নেই মানুষের। কিন্তু যদি এমন হয় যন্ত্রই মনের কথা শুনতে পায় তবে? হ্যাঁ সেরকমই একটি রোবট আবিষ্কারে সফলতা পেলেন একদল মার্কিন গবেষক। এবার রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার বা অন্য কোন মনিটরিং সিস্টেমকে অপারেটর করার দরকার নেই। শুধুমাত্র আপনি চিন্তা করলেই আপনার মনের কথা শুনে সেই কাজ করতে শুরু করবে ‘রোবটিং আর্ম’।

ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে তারা এই একজন প্রতিবন্ধী যুবকের উপর ব্যবহার করা হয়েছে নয়া এই ‘রোবটিং আর্ম’৷ সেখানেও মিলেছে সাফল্য। এরিক ২১ বছর বয়সে এক দুর্ঘটনা কার্যক্ষমতা হারান৷ তার হাত বা পা নাড়ানোর ক্ষমতাও ছিল না৷ কিন্তু এখন সে শুধুমাত্র তার ভাবনার মাধ্যমেই এই রোবটিং হাতকে নিজের কাজে ব্যবহার করাতে পারছেন এরিক৷
তবে গবেষণাকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে তাদের নয়া রোবটিং আর্ম৷ নয়া এই আবিষ্কার শারীরিক প্রতিবন্ধীদের নানাভাবে সাহায্য করবে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.