Sylhet Today 24 PRINT

নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

সোশ্যাল মিডিয়া থেকে যে সব পোস্ট বা ফটো সেভ করা যায় না, অনেকেই তার স্ক্রিনশট নিয়ে রাখেন ফোনে। যেমন ইনস্টাগ্রামে কোনো ফটো বা পোস্ট কেউই সেভ করতে পারে না। সেক্ষেত্রে স্ক্রিনশট হল একমাত্র উপায়।

কিন্তু এবার থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সাবধান হয়ে যান, কারণ এবার থেকে ইনস্টাতে স্ক্রিনশট নিলেই অ্যালার্ট চলে যাবে। এরকমই এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের এই নতুন ফিচার অনুযায়ী, কেউ যদি আপনার ইনস্টার ফটো বা পোস্টের স্ক্রিনশট নিতে যায় তবে আপনার কাছে তার অ্যালার্ট চলে আসবে। ইনস্টাতে এরকম একটি আইকন আসতে চলেছে।

যেখানে লেখা থাকবে ‘‌আপনি যদি কোনও পোস্টের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করেন, তবে যার অ্যাকাউন্ট থেকে করছেন তিনি বিষয়টি দেখতে পারবেন।’ এই আইকনটির নাম হল ‘‌স্ক্রিনশট ইন স্টোরিস।’‌‌ গতমাসেই ইনস্টাগ্রাম এই অভিনব ফিচার আনবে বলে জানিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.