Sylhet Today 24 PRINT

তথ্য সুরক্ষায় ফেসবুকের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৮

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর এবার প্রাইভেসি এবং ডেটা ব্যবস্থাপনা এবং সেটিংসে বিশেষ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক।

বুধবার (২৮ মার্চ) এ ঘোষণা দিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত করতে সেটিংস মেন্যুতে পরিবর্তন আনা হচ্ছে।

ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন ইগান বলেন, প্রাইভেসি সেটিংস ও গুরুত্বপূর্ণ লিংক খুঁজে পেতে ব্যবহারকারীদের অনেক সমস্যায় পড়তে হয়। তারা যাতে সহজেই এসব বিষয় খুঁজে পান তা বিবেচনা করেই নতুনভাবে সব সাজানো হচ্ছে।

ফেসবুক বলছে, মোবাইল ডিভাইসে সেটিংস মেন্যুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়া নতুন একটি শর্টকার্ট মেন্যু তৈরি করা হয়েছে যেখান থেকে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। শেয়ারকৃত পোস্ট ও ছবি ডিলিট করতে পারবেন এখান থেকে।  এছাড়া তথ্য ডাউনলোড করে নেওয়ার সুবিধা বা অন্য কোনো মাধ্যমে সরিয়ে নিতে পারবেন।

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকাল নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। কিন্তু তারপরও সমালোচনা থামেনি। টুইটারে ফেসবুকের বিরুদ্ধে চলছে ‘ডিলিট ফেসবুক’ ক্যাম্পেইন।

তথ্যসূত্র : ফেসবুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.