অনলাইন ডেস্ক

০১ মে, ২০১৮ ০৩:৫৬

সেরা সেলফি অ্যাপ

অনেকদিন পর প্রিয় বন্ধুর সঙ্গে দেখা, একটা সেলফি না হলে কি চলে? প্রযুক্তিনির্ভর প্রজন্মের কাছে আনন্দের যেকোনো মুহূর্ত উদযাপনের যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে সেলফি। সেলফি তোলার জন্য প্লে স্টোর থেকে পছন্দমতো অ্যাপ নামিয়ে নিতে পারেন। জেনে নিন এমনই কিছু অ্যাপের খোঁজখবর।

রেট্রিকা ডিসকভার ইয়োরসেলফ
দুর্দান্ত ফিল্টার, স্টাম্পস রয়েছে এতে। পাশাপাশি এই অ্যাপ থেকে নিজের GIFs তৈরি করতে পারবেন। এখানে কোলাজ করাও খুব সহজ। প্রতিদিন ৮ কোটি ছবি তোলা হয় এই অ্যাপ দিয়ে।

ইউক্যাম মেকআপ
আপনার নো মেকআপ লুককেও প্রয়োজনে দুর্দান্তভাবে সাজিয়ে দিতে পারে এই অ্যাপ। লিপস্টিক থেকে আইশ্যাডো সব রকম মেকআপই করতে পারবেন এই অ্যাপ দিয়ে!

বিসিক্সওয়ানটু- বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা
১৫০০ স্টিকার, ড্রয়িং এফেক্ট ও ফিল্ম ভিডিও তৈরি করা যায় এই অ্যাপ দিয়ে।

স্ন্যাপসিড
সেলফিতে ড্রামাটিক লুক আনতে পারে এই অ্যাপ ৷ পোট্রেট ফিল্টার, ব্লার অপশন ও গ্ল্যামার গ্লো রয়েছে এই অ্যাপে।

সেলফশট
অ্যাপের সবচেয়ে বড় সুবিধা ফ্রন্ট ফ্ল্যাশ। ফ্ল্যাশ ছাড়া ফ্রন্ট ক্যামেরাতেও আলো নিয়ে কোনও সমস্যা হবে না এই অ্যাপ থাকলে।
তথ্য: নিউজ এইটিন

আপনার মন্তব্য

আলোচিত