অনলাইন ডেস্ক

০৭ মে, ২০১৮ ১৮:৫২

যেভাবে সবার আগে পাবেন আইওএসের সর্বশেষ ভার্সন

প্রতিবছর আইওএসের নতুন ভার্সন নিয়ে আসে অ্যাপল। এই অপারেটিং সিস্টেমেই চলে আইফোন এবং আইপ্যাড। প্রতিবছর জুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে আইওএসের নতুন ভার্সনের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

জুনে নতুন ভার্সনের ঘোষণা দেওয়া হলেও এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেপ্টেম্বর-অক্টোবর মাসে। তবে অন্য সবার আগে আইওএসের সর্বশেষ ভার্সন পাওয়া যাবে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করলেই। অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রামে নিবন্ধন করে এটা পাওয়া যাবে। এই প্রোগ্রামে নিবন্ধন করা যাবে বিনামূল্যে। অনুসরণীয় নিয়মগুলো হচ্ছে-

১. যাদের অ্যাপল আইডি রয়েছে, তারা সবাই অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রামে নিবন্ধন করতে পারবেন। এজন্য নিদিষ্ট সাইটে প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে লগইন করতে হবে।

২. বেটা সফটওয়্যার ডাউনলোড করার আগে সব তথ্যের ব্যাকআপ রেখে দিন। এতে কোনও কারণে পরিকল্পনা মতো কাজ না হলে আপনার ফাইলগুলো নিরাপদ থাকবে।

৩. এরপর কনফিগারেশন প্রোফাইল ডাউনলোড করতে হবে।

৪. ডাউনলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এর ইনস্টল শুরু হবে। এক্ষেত্রে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করতে হবে।

৫. এরপর আপনার ডিভাইস সর্বশেষ আইওএস ভার্সনের জন্য একটি আপডেট পাবে।

বর্তমানে অ্যাপলের আইওএস-১১ অপারেটিং সিস্টেম চলছে। ধারণা করা হচ্ছে, এবছর জুনে আওএস-১২ চালু হবে।  
সূত্র: গেজেটস নাউ

আপনার মন্তব্য

আলোচিত