Sylhet Today 24 PRINT

৫৮৩ মিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করলো ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৮

চলতি বছরের প্রথম তিন মাসে ৫৮৩ মিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুধুমাত্র ভুয়া অ্যাকাউন্টই নয়, মুছে ফেলা হয়েছে কয়েক হাজার আপত্তিজনক ভিডিও। ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে ১৫ মে মঙ্গলবার এমনটা জানায় ব্লুমবার্গ।

চলতি বছরের প্রথম তিন মাস ধরে অভিযানটি চালানো হয়। ফেসবুকের ব্যবসায়িক দিক নিয়ে প্রশ্ন করা হলে সংস্থাটির কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে বিষয়টিতে আরও স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকে মার্ক জুকারবার্গ এক পোস্টের মাধ্যমে জানান, ২০১৮ সালে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। যদিও আমাদের এখনও অনেক কাজ বাকি আছে।

ভুয়া অ্যাকাউন্ট ছাড়াও যৌনতা সম্পর্কিত ২১ মিলিয়ন ভিডিও, ২.৫ মিলিয়ন ঘৃণ্য মন্তব্যকে ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে।

এখনও পর্যন্ত ৯৬ শতাংশ ভিডিও মুছে ফেলা সম্ভব হয়েছে৷ তবে এখনও ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে রিপোর্ট করছে৷ এরই মধ্যেই ফেসবুক থেকে ভুয়া অ্যাকাউন্টের পরিমাণ কমে গেছে।

উল্লেখ্য, সম্প্রতি ব্যবহারকারীদের তথ্য কেলেঙ্কারি ইস্যুতে তুমুল সমালোচনার মুখে পড়ে ফেসবুক। এরপর থেকেই ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তার বিষয়ে বেশ মনোযোগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.