Sylhet Today 24 PRINT

কমেছে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৮

রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ সব মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা কমছে। শুধু মাত্র দেশের বৃহৎ মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়েছে।

বর্তমানে দেশে চারটি মোবাইল ফোন অপারেটরের মোট কার্যকর সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি সাত লাখ ২৭ হাজারে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাসিক প্রতিবেদন অনুযাযী, মে মাসে গ্রামীণফোন ছাড়া বাকি তিন মোবাইল ফোন অপারেটরের কার্যকর গ্রাহক সংখ্যা কমেছে।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকদের হাতে সিমের সংখ্যা ১২ হাজার কমে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫৭ হাজারে। এ নিয়ে টানা চার মাস গ্রাহক কমেছে অপারেটরটির। জানুয়ারি শেষে তাদের কার্যকর সংযোগ ছিল ৪৫ লাখ ৫৩ হাজার।

তবে মে মাসে গ্রামীণফোন নতুন ছয় লাখ ৮৬ হাজার সংযোগ বৃদ্ধি করেছে। মাস শেষে গ্রামীণফোনের মোট সংযোগ ছয় কোটি ৮৫ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে।

এছাড়া বিটিআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষে রবির সংযোগ ছিল চার কোটি ৫৬ লাখ ৯ হাজার। পরের মাসেই সেটি নেমে আসে চার কোটি ৫২ লাখ ৫৮ হাজারে। এখন মে মাসের শেষে তা আরও কমে দাঁড়িয়েছে চার কোটি ৫০ লাখ ২৯ হাজারে। অর্থাৎ গ্রাহক বৃদ্ধির বদলে মাত্র দুই মাসের ব্যবধানে চার লাখ সংযোগ হারিয়েছে অপারেটরটি।

বাংলালিংকের কার্যকর সিমের সংখ্যা এপ্রিলের শেষে ছিল তিন কোটি ৩৪ লাখ তিন হাজার। এ থেকে নেমে গেছে তিন কোটি ৩৩ লাখ ৪৬ হাজারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.