Sylhet Today 24 PRINT

ডাউন ছিল ফেইসবুকের সার্ভার

অনলাইন ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৮

বাংলাদেশ সময় শুক্রবার (৩ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফেইসবুক ব্যবহারকারী তাদের নিজেদের হোমপেজে প্রবেশ করতে পারছিলেন না।

এসময় ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’, ‘দ‍্য পেইজ নট রিচ’ ও সাদা পেইজ প্রদর্শিত হচ্ছিলো। এমন কি নতুন করে অনেক ব্যবহারকারী লগইন করার সুযোগও পাচ্ছিলেন না। এছাড়া ম্যাসেজ অপশনে গেলে সাদা পেইজ প্রদর্শিত হচ্ছিল।

বাংলাদেশের ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এবং বাংলাদেশের ব্যবহারকারীরাও এ সমস্যার সম্মুখীন হন বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলিস্টার ইউকে তার এক প্রতিবেদনে জানায়। ওয়বসাইট ছাড়াও অ্যাপে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারেননি।

প্রতিবেদনে আরো জানানো হয়, এই পরিষেবাটির সমস্যা যুক্তরাজ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে ও জাপানেও হচ্ছে। এজন্য ফেইসবুককে এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে।

এদিকে দেশের ব্যবহারকারীরা রাতে ফেসবুক লগ ইন করতে না পেরে বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছে। বিটিআরসির পক্ষ থেকে বিশ্বব্যাপী সমস্যার বিষয়টি জানানো হয়েছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু বলেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.