Sylhet Today 24 PRINT

স্বাভাবিক হয়েছে থ্রি-জি ও ফোর-জি সেবা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৮

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবা চালু হয়েছে। শনিবার রাত থেকেই মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবায় বিঘ্ন ঘটে।

রোববার (৫ আগস্ট) সকালে বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছিল বিটিআরসি।

তবে, স্বাভাবিক ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক। তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.