Sylhet Today 24 PRINT

দুর্ঘটনায় অ্যাপলের স্বচালিত গাড়ি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের মালিকানাধীন একটি স্বচালিত গাড়ি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনায় পড়া গাড়িটি ছিল একটি পরিবর্তিত লেক্সাস আরএক্স৪৫০এইচ। গাড়িটিতে ছিল স্বয়ংক্রিয় সেন্সর ব্যবস্থা। খবর বিবিসির।

দুর্ঘটনায় পড়ে গাড়িটির ক্ষতি হলেও এর ভেতরে থাকা মানুষেরা নিরাপদেই আছেন বলে জানা গেছে। অ্যাপলের ওই গাড়িটি অত্যন্ত উচ্চাভিলাষী একটি প্রকল্পের অংশ। প্রকল্পটির নাম 'প্রজেক্ট টাইটান'।

২৪ আগস্টে ঘটে যাওয়া এ দুর্ঘটনা নিয়ে অ্যাপল থেকে এখনও কেউ কোনো মন্তব্য করেনি।

জানা গেছে, অ্যাপলের এখন ৬৬টি গাড়ি রাস্তায় রয়েছে এবং ১১১ চালক এ গাড়ি পরিচালনার জন্য রেজিস্ট্রেশন করেছে।

ক্যালিফোর্নিয়ায় থাকা অন্য যে কোনো কোম্পানির মতো অ্যাপলকেও নিয়মিত স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস অফিসে রিপোর্ট দাখিল করতে হয়।

এমনকি ছোটখাটো কোনো সড়ক দুর্ঘটনায় পড়লে সেটিও রিপোর্ট করতে হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.