Sylhet Today 24 PRINT

ফেসবুকে গুজব ঠেকাতে নতুন পরিকল্পনা সরকারের

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে গুজবের রহস্য উদ্ঘাটনে তথ্য সেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এই সেল যে কোনো ধরনের গুজবের রহস্য ৩ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করবে। এরপর তা গণমাধ্যমকে জানানো হবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, তথ্য সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেলে যারা কাজ করবেন, তারা ৮ ঘণ্টা করে তিন শিফটে দায়িত্ব পালন করবেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্প্রচারের ক্ষেত্রে পুরোপুরি কার্যকর জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবল টুর্নামেন্টের সব ম্যাচ সম্প্রচার করছে। এর মধ্য দিয়ে এখন থেকে আর বাংলাদেশ টেলিভিশনকে সম্প্রচার ফি বাবদ বছরে ৬ কোটি টাকা দিতে হবে না।

দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোকেও বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের অনুরোধ জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.