Sylhet Today 24 PRINT

জয় ডিজিটাল বাংলাদেশের ‘স্থপতি’ : পলক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের স্থপতি বলে আখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, আইসিটি এখন বাংলাদেশের পরিচয় নতুনভাবে বহন করছে।

রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে অগমেডিক্স বাংলাদেশের আয়োজনে ‘অগমেডিক্স স্ক্রাইব অ্যাসিভার্স নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ১৬০ জন স্ক্রাইবকে সংবর্ধনা দেয়া হয়।

পলক বলেন, আইসিটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ।

তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ যে ডিজিটাল ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে তার গতিকে আরও উন্নত করবে স্বাস্থ্যসেবায় অগমেডিক্স-এর এই উদ্যোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। আয়োজিত অনুষ্ঠানে এলআইসিটি এসইআইওই, বাক্কোসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.