Sylhet Today 24 PRINT

যেভাবে পিডিএফ ফাইল এডিট করবেন

অনলাইন ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৮

পিডিএফ ফাইল বিনামূল্যে পড়তে অ্যাডোব অ্যাক্রোব্যাট সফটওয়্যার ব্যবহার দীর্ঘদিনের। কিন্তু পিডিএফ এডিট (সম্পাদনা) করতে এই সফটওয়্যারের অন্য একটি ভার্সন কিনতে হয়। যা অনেকের সাধ্যের বাইরে।

যাদের কাছে অ্যাডোব অ্যাক্রোব্যাট সফটওয়্যারের ‘পেইড ভার্সন’ নেই, তারা চাইলে ভিন্ন উপায়ে পিডিএফ এডিটের কাজটি সম্পন্ন করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

১. পিডিএফ ফাইল এডিটের জন্য নির্দিষ্ট ফাইলটিকে শুরুতেই গুগল ড্রাইভে আপলোড করে নিতে হবে।

২. পিডিএফ ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে নিউ অপশনে ক্লিক করুন। এখান থেকে ফাইল আপলোড অপশনে গিয়ে ফাইলটি সিলেক্ট করতে হবে।

৩. আপলোড হওয়ার পর গুগল ড্রাইভে আপলোড করা ফাইলটি খুঁজে বের করে এর ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।

৪. এ পর্যায়ে ‘ওপেন উইথ’ অপশনটি বাছাই করে গুগল ডকস সিলেক্ট করতে হবে।

৫. যখনই গুগল ডকসে ফাইলটি ওপেন হবে, তখনই আপনি এটা এডিট করতে পারবেন। এডিট হয়ে গেলে ফাইলটিকে আবারও পিডিএফ ফরম্যাটে কিংবা ওয়ার্ড ডকুমেন্ট বা অন্যকোনও ফরম্যাটে সেভ করা যাবে।

সূত্র: গেজেটস নাউ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.