Sylhet Today 24 PRINT

খুলে দেয়া হয়েছে স্কাইপি

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যম স্কাইপি বাংলাদেশের ফের চালু হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্কাইপি খুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক জানান, ৪টা ২৫ মিনিটের দিকে মেইল পাওয়ার পর স্কাইপি খুলে দেওয়া হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার স্কাইপি বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও বিটিআরসি তা স্বীকার করেনি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে।

স্কাইপি বন্ধের পর বিএনপি অভিযোগ করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপি ব্যবহার করে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এটা ঠেকাতে সরকার স্কাইপি বন্ধ করেছে। সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এলাকায় ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছিল দলটি।

অবশ্য আজ (মঙ্গলবার) তারেক রহমান বিকল্প পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি। তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। তাঁর বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.